ভোমরা প্রতিনিধি: অবশেষে গঠন করা হলো ভোমরা স্থল বন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের কার্য নির্বাহী কমিটি। এই কমিটিতে সভাপতি হয়েছেন- কলারোয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা এইচএম আরাফাত হোসেন, সহ-সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম, যুগ্ম সম্পাদক যুবলীগের মিজানুর রহমান, বন্দর বিষয়ক সম্পাদক দীপংকর ঘোষ, কাস্টমস ও দফতর সম্পাদক আমির হামজা, অর্থ বিষয়ক সম্পাদক মাকসুদ খান এবং নির্বাহী সদস্য আশরাফুজ্জামান আশু ও বিলকিস সুলতানা সাথী।
বুধবার বিকালে নির্বাচন পরিচালনা কমিটির দপ্তরে উল্লিখিতদের মনোনয়নপত্র জমা পড়ে। আর এর পরপরই অলিখিতভাবে ঘোষণা আসে যে তারাই বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন। আগামী ২০ অক্টোবর ভোমরা স্থল বন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হবার কথা ছিল।