Site icon suprovatsatkhira.com

ভোমরায় হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সদস্যদের পরিচয়পত্র প্রদান

ভোমরা প্রতিনিধি: ভোমরা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি নং ১৭২২) এবং ভোমরা বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের (রেজি নং ১৯৬৪) সদস্যদের মাঝে ইউনিয়নের পরিচয়পত্র প্রদান করা হয়েছে।
বন্দরের কাজ শেষে অধিক রাতে বাড়ি ফেরার সময়ে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীকে প্রমাণসহ পরিচিতি প্রদান এবং ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষসহ বন্দর এলাকায় সঠিক পরিচয় প্রদানের লক্ষ্যে এই পরিচয়পত্র প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ইউনিয়ন কার্যালয়ে ইউনিয়ন দুটির প্রধান উপদেষ্টা ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম শতশত শ্রমিকের উপস্থিতিতে পরিচয় পত্র প্রদান কর্মসূচি উদ্বোধন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন ভোমরা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি কওছার আলি, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাংগঠনিক সমপাদক ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক আবুল হাসান মেজে, ভোমরা বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল ইসলাম বাবলু, সহ-সভাপতি আয়ুব হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রঞ্জুসহ অন্যান্ন নেতৃবৃন্দ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version