অক্টোবর ১৫, ২০১৮
শিক্ষার মানোন্নয়নে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার: এমপি রবি ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলে চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেছেন, “সাতক্ষীরা সদর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানে চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে। ইতোপূর্বে গ্র্রামাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানে চারতলা একাডেমিক ভবন মানুষ দেখেনি। শেখ হাসিনার সরকার মান সম্মত শিক্ষা ব্যবস্থা চালু করেছেন। শিক্ষার মানোন্নয়নে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন। যার সুফল পাচ্ছে শিক্ষার্থীরা।” সোমবার (১৫ অক্টোবর) সাতক্ষীরা সদরের ধুলিহর ইউনিয়নের ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলের চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লিয়াকত আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী তানভীর ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাসান হাদী, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান, মো. আমির হামজা প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের অধ্যক্ষ এআরএম মোবাশে^রুল হক, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র উপ-সহকারি প্রকৌশলী এমএমএ জায়েদ বিন গফুর, যুবলীগ নেতা জিয়াউর বিন সেলিম, জেলা তাঁতী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহিন, কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউছুফ আলম, জেলা মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম, বাঁশদহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান প্রমুখ। প্রসঙ্গত, নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উন্নয়ন প্রকল্পের আওতায় ২ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে চারতলা ভীতবিশিষ্ট চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। 8,971,176 total views, 2,858 views today |
|
|
|