অক্টোবর ১, ২০১৮
ভালুকা চাঁদপুরে মতবিনিময় সভায় নজরুল ইসলাম : বিএনপি সন্ত্রাসী দল হিসেবে পরিচিতি লাভ করেছে
![]() জিএম আজিজুল ইসলাম, ফিংড়ী: সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বলেছেন, “বর্তমান সরকার উন্নয়নের সরকার। শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে কিছু চাওয়া লাগে না। না চাইতেই সবকিছু পাওয়া যায়। বাংলার মাটিতে পদ্মাসেতু এখন দৃশ্যমান। শেখ হাসিনা সরকার ঘোষণা দিয়েছিলেন দেশের অর্থায়নে পদ্মাসেতু হবে, সেই পদ্মা সেতুর কার্যক্রম চলমান, দৃশ্যমান। একইভাবে বিদ্যুৎ, রাস্তাঘাট, শিক্ষা, চিকিৎসা স্বাস্থ্যসহ প্রতিটি সেক্টরে উন্নয়নের ধারাবাহিকতা চলমান। বিএনপি সরকার ২০০১ সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগের অনেক নেতা-কর্মীকে হত্যা করেছিল। বর্তমানে তারা একটি সন্ত্রাসী দল হিসাবে পরিচিতি লাভ করেছে। এজন্য তাদেরকে আর বাংলার মানুষ ক্ষমতায় দেখতে চায়না। তিনি আরও বলেন, বিগত সকল সরকারের চেয়ে শেখ হাসিনার সরকার সবচেয়ে বেশি উন্নয়ন করেছে। কৃষককে সারের জন্য এখন আর জমির পর্চা দেখানো লাগে না, সার এখন কৃষকের দোর গোড়ায়। কোনো শিশু যাতে শিক্ষা থেকে ঝরে না পড়ে সে জন্য সরকার পহেলা জানুয়ারিতে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছে। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। এ সরকার জনগণের সরকার, উন্নয়নের সরকার। সোমবার (১ অক্টোবর) বিকাল ৫টায় সদর উপজেলার ভালুকা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নৌকার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব একথা বলেন। 9,096,715 total views, 854 views today |
|
|
|