কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে বিজয় ফুল ও মুক্তিযুদ্ধের গল্প বলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণে বিজয় ফুল (জাতীয় ফুল শাপলা), গল্প, কবিতা, রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাংকন ও একক অভিনয় ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৬ষ্ঠ থেকে ৮ম এবং ৯ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা পৃথক গ্রুপে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক গাজী মিজানুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য মোজাহিদুল ইসলাম, আব্দুস সালাম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইউসুফ আলী, শিক্ষক আব্দুর রাজ্জাক, রবিন চন্দ্র লস্কর প্রমুখ।
প্রসঙ্গত, আগামী ২০ অক্টোবর উপজেলা পর্যায়ে এই প্রতিযোগিতার পরবর্তী রাউন্ড অনুষ্ঠিত হবে।