Site icon suprovatsatkhira.com

বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন আজ

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে নির্বাচন আজ। এতে সাত জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রার্থীরা হলেন মোহাম্মদ আবু হাসান, কোমল সরদার, মোহাম্মদ জাহিদ হাসান, নিমাই চন্দ্র সাহা, রনজিৎ ঘোষ, রফিকুল ইসলাম ও শেখ ফারুক হোসেন এবং সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে নার্গিস বেগম ও রুপিয়া বেগম।
এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শিক্ষক প্রতিনিধি পদে মোহাম্মদ আব্দুর রাজ্জাক, ব্রজেন কুমার মন্ডল ও সংরক্ষিত মহিলা শিক্ষক পদে শংকরী ঘোষ নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version