Site icon suprovatsatkhira.com

বড়দলের ডুমুরপোতায় শহীদ রাসেল স্মৃতি ফুটবুল মাঠ পরিচালনা পরিষদের কমিটি গঠন

বড়দল (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির বড়দল ইউনিয়নের ডুমুরপোতায় শহীদ রাসেল স্মৃতি ফুটবুল মাঠ পরিচালনা পরিষদের কমিটি গঠন করা হয়েছে। রোববার (২১ আক্টোবর) বিকাল ৪টায় গোয়ালডাঙ্গা বাজারের বকুল চত্বরে অনুষ্ঠিত এই কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সরদার আমজেদ আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম আজাদ, সেক্রেটারি আনিছুর জামান (বুলু), মুক্তিযোদ্ধা জিএম আ. গণী, জিএম আ. ছাত্তার, ২নং ওয়ার্ড ইউপি সদস্য মফিজুল ইসলাম, হান্নান গাজী, বাজার কমিটির সদস্য মুকুল হোসেন (জাম্বু), বড়ল ইউনিয়ানের কৃষকলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা হাফিজা খাতুন (তমা), কবিরুল ফকির, ইমদাদুল হক (বাবু), সোহেল রানা, রফিক গাজী প্রমুখ।
সভায় মুক্তিযোদ্ধা সন্তান নাজমুল হোসেন এলিন সানাকে সভাপতি, শরিফুল ইসলাম শরিফকে সাধারণ সম্পাদক, বড়দল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু রায়হান সুমনকে সাংগঠনিক সম্পাদক করে
শহীদ রাসেল স্মৃতি ফুটবুল মাঠ পরিচালনা পরিষদের ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version