অক্টোবর ২১, ২০১৮
বড়দলের ডুমুরপোতায় শহীদ রাসেল স্মৃতি ফুটবুল মাঠ পরিচালনা পরিষদের কমিটি গঠন
বড়দল (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির বড়দল ইউনিয়নের ডুমুরপোতায় শহীদ রাসেল স্মৃতি ফুটবুল মাঠ পরিচালনা পরিষদের কমিটি গঠন করা হয়েছে। রোববার (২১ আক্টোবর) বিকাল ৪টায় গোয়ালডাঙ্গা বাজারের বকুল চত্বরে অনুষ্ঠিত এই কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সরদার আমজেদ আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম আজাদ, সেক্রেটারি আনিছুর জামান (বুলু), মুক্তিযোদ্ধা জিএম আ. গণী, জিএম আ. ছাত্তার, ২নং ওয়ার্ড ইউপি সদস্য মফিজুল ইসলাম, হান্নান গাজী, বাজার কমিটির সদস্য মুকুল হোসেন (জাম্বু), বড়ল ইউনিয়ানের কৃষকলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা হাফিজা খাতুন (তমা), কবিরুল ফকির, ইমদাদুল হক (বাবু), সোহেল রানা, রফিক গাজী প্রমুখ। 8,704,441 total views, 1,374 views today |
|
|
|