ডেস্ক রিপোর্ট: সাধারণ মানুষকে হেলমেট পরতে উদ্বুদ্ধকরণে সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে ব্যতিক্রমধর্মী হেলমেট র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রোববার সাতক্ষীরা পুলিশ লাইনস থেকে পুলিশ সুপার সাজ্জাদুর রহমানের নেতৃত্বে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খুলনা রোড মোড়ে গিয়ে শেষ হয়।
এই র্যালিতে আরও অংশ নেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. ইলতুৎ মিশ, সহকারি পুলিশ (তালা) অপু সারয়ার, সহকারি পুলিশ সুপার (কালিগঞ্জ) জামিরুল ইসলাম, সহকারি পুলিশ সুপার (দেবহাটা) শেখ ইয়াছিন আলীসহ সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।
এ সময় পুলিশ সুপার সাজ্জাদুর রহমান বলেন, পুলিশ সদস্যরা যদি সবসময় হেলমেট পরে যাবতীয় কাজ সম্পাদক করে তাহলে সাধারণ মানুষও উদ্বুদ্ধ হবে। জীবনের ঝুঁকি নিয়ে চলাচল না করে সকলকে হেলমেট পরা উচিত। একই সাথে গাড়ির অন্যান্য কাগজপত্রও নিয়মানুযায়ী সঙ্গে বহন করতে হবে।
এ সময় সরকার যে কোন ঘটনার প্রেক্ষিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর জন্য পুলিশকে যে লজিস্টিক সাপোর্ট (মোটরসাইকেল) দিয়েছে তা পুলিশ সুপার উদ্বোধন করেন।