শার্শা (বেনাপোল) প্রতিনিধি: যশোরের বোনপোলে শাড়ি, থ্রিপিস ও চায়ের পাতা আটক করেছে বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকালে বেনাপোল পোর্ট থানার শিকড়ি গ্রামের একটি মাঠে অভিযান চালিয়ে ১২০ পিস শাড়ি, ১৭ পিস থ্রিপিস ও ১২০ কেজি চায়ের পাতা আটক করে। তবে এসময় কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি। বেনাপোল বিজিবি কোম্পানি সদরের কমান্ডার সুবেদার মনিরুজ্জামান জানান, গোপন সংবাদে জানতে পেরে শিকড়ি বটতলা মাঠে অভিযান চালিয়ে ৮ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামাল বেনাপোল কাস্টমসের আটক শাখায় জমা করা হয়েছে।
8,952,528 total views, 8,278 views today