শার্শা (বেনাপোল) প্রতিনিধি: বিজিবির যশোর ৪৯ ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ১ লাখ ৪২ হাজার ৬শ ৪০ পিস ভারতীয় সেনেগা ট্যাবলেট আটক করেছে। বুধবার (১০ অক্টোবর) দুপুরে গয়ড়া পাঁকা রাস্তা এলাকায় অভিযান চালিয়ে এসব ট্যাবলেট আটক করে। তবে এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি। বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার মনির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বিআইপি এফএস নায়েক নুরুল ইসলামসহ বিজিবির একটি দল অভিযান চালিয়ে এসব ট্যাবলেট আটক করে। আটক মালের মূল্য ৩৬ লাখ টাকা সিজার দেখিয়ে বেনাপোল কাস্টমসে জমা দেওয়া হয়েছে।
8,971,728 total views, 3,410 views today