শার্শা (বেনাপোল) প্রতিনিধি: যশোরের বেনাপোলে ১৬৫ পিস ইয়াবাসহ রাশেদা বেগম (৩৬) নামে এক নারী ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর মোড় থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। রাশেদা যশোরের রেলগেট এলাকার আলমগীর মোল্লার স্ত্রী। বেনাপোল ৪৯ ব্যাটালিয়নের আইসিপি বিজিবি ক্যাম্পের হাবিলদার কেরামত আলী জানান, গোপন সূত্রে জানতে পেরে কাগজপুকুর এলাকায় অভিযান চালিয়ে ১৬৫ পিস ইয়াবাসহ রাশেদা বেগম নামে একজন নারী ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এছাড়া উদ্ধারকৃত ইয়াবাসহ রাশেদাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
9,111,545 total views, 15,684 views today