বুড়িগোয়ালিনী প্রতিনিধি: শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে সড়ক দুর্ঘটনায় তিনজন আহত হয়েছে।
বৃহস্পতিবার (৪ অক্টোবার) সকাল ৯টার দিকে বুড়িগোয়ালিনীর খানাখন্দে ভরা মুন্সিগঞ্জ টু নীলডুমুর সড়কের মাজেদ ঢালীর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। এসময় দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহসিন হোসেন (২৪), ইমন হোসেন (২৬) ও আমির হোসেন (২৪) আহত হন। তাৎক্ষণিক পথচারীরা তাদের উদ্ধার করে স্থানীয় ডাক্তারের কাছে পাঠায়। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা বাড়ি ফিরে যায়।