Site icon suprovatsatkhira.com

বুড়িগোয়ালিনীতে মরা ও পঁচা কাঁকড়ার দুর্গন্ধে নষ্ট হচ্ছে পরিবেশ

স.ম ওসমান গনী সোহাগ, বুড়িগোয়ালিনী: শ্যামনগর উপজেলার সুন্দরবনের কোল ঘেঁষে অবস্থিত বুড়িগোয়ালিনী ইউনিয়ন। এখানকার বেশিরভাগ মানুষ চিংড়ি চাষের উপর নির্ভরশীল। কিন্তু বর্তমানে ভাইরাসের কারণে চিংড়ি চাষীরা সর্বস্ব খোয়াতে বসেছেন। চিংড়িতে লোকসান হওয়ায় মানুষ ঝুঁকছে কাঁকড়া চাষে। ছোট বড় মিলে ২০ থেকে ২৫টি সফটসেল কাকঁড়া হ্যাচারি গড়ে উঠেছে এ ইউনিয়নে। তবে কিছু কিছু হ্যাচারীর মরা কাকঁড়া ঘেরের রাস্তায় স্তুপ করে রাখায় দুর্গন্ধে এলাকাই মানুষের টিকে থাকা দায় হয়ে পড়েছে। এছাড়া পঁচা কাকড়ার ঝাঁপি রাখার ফলে পরিবেশের ভীষণ ক্ষতি হচ্ছে।
বুড়িগোয়ালিনী দাতিনাখালী মাসুদ মোড় হতে পোড়াকাটলা গামী রাস্তার পূর্বপাশে দেবদাসের হ্যাচারির সামনে এমন দৃশ্য দেখা যায়। দেবদাসের হ্যাচারির মরা কাঁকড়া ভামিয়া মোড়ে শান্তি রামের বাড়ির উত্তর পাশে রাখা হয়। এই রোড দিয়ে ভামিয়া পোড়াকাটলার দূর্গাবাটীর সর্বস্তরের মানুষ চলাচল করে। পঁচা কাঁকড়ার দুর্গন্ধে বর্তমানে মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই দুর্গন্ধে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। এলাকবাসী মরা ও পঁচা কাকঁড়ার দুর্গন্ধ থেকে বাঁচতে চায়। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version