অক্টোবর ২, ২০১৮
বুড়িগোয়ালিনীতে মরা ও পঁচা কাঁকড়ার দুর্গন্ধে নষ্ট হচ্ছে পরিবেশ
![]() স.ম ওসমান গনী সোহাগ, বুড়িগোয়ালিনী: শ্যামনগর উপজেলার সুন্দরবনের কোল ঘেঁষে অবস্থিত বুড়িগোয়ালিনী ইউনিয়ন। এখানকার বেশিরভাগ মানুষ চিংড়ি চাষের উপর নির্ভরশীল। কিন্তু বর্তমানে ভাইরাসের কারণে চিংড়ি চাষীরা সর্বস্ব খোয়াতে বসেছেন। চিংড়িতে লোকসান হওয়ায় মানুষ ঝুঁকছে কাঁকড়া চাষে। ছোট বড় মিলে ২০ থেকে ২৫টি সফটসেল কাকঁড়া হ্যাচারি গড়ে উঠেছে এ ইউনিয়নে। তবে কিছু কিছু হ্যাচারীর মরা কাকঁড়া ঘেরের রাস্তায় স্তুপ করে রাখায় দুর্গন্ধে এলাকাই মানুষের টিকে থাকা দায় হয়ে পড়েছে। এছাড়া পঁচা কাকড়ার ঝাঁপি রাখার ফলে পরিবেশের ভীষণ ক্ষতি হচ্ছে। 9,148,147 total views, 9,620 views today |
|
|
|