Site icon suprovatsatkhira.com

বুড়িগোয়ালিনীতে ওয়াপদার জায়গা ক্রয়-বিক্রয় চলছে, রাতারাতি ঘর নির্মাণ!

স.ম ওসমান গনী সোহাগ: শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে দেদাছে সরকারি জায়গা ক্রয়-বিক্রয় চলছে। এরই অংশ হিসেবে বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুর বাজারে ওয়াপদার জায়গায় অবৈধভাবে ঘর নির্মাণ করেছেন এই গ্রামের মো. হাসানুজ্জামান হাসান। স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় বুড়িগোয়ালিনী রেঞ্জ অফিসের পাশে ওয়াপদার জায়াগায় দোকান নির্মাণ করছেন তিনি।
মুঠোফোনে ওয়াপদার জায়গায় ঘর নির্মাণের ব্যাপারে মো. হাসানুজ্জামান জানান, এই জায়গাটা আমি রহিম বিশ্বাসের ছেলে মনি মাস্টারের নিকট থেকে ২৫ হাজার টাকার বিনিময়ে ক্রয় করেছি। প্রথমে ১০ হাজার টাকা দিয়েছি এবং বাকি টাকাটা পরিশোধ করলে উনি আমাকে এই জায়গার কাগজপত্র করে দেবেন।
এ ব্যাপারে গাবুরা খলিসাবুনিয়া মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মনির সাথে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে জানান, জায়গাটা আমি ৫-৬ মাস আগে বিক্রি করেছি। ১০ হাজার টাকা নেওয়ার বিষয়টি তিনি স্বীকার করে বলেন, জমিটা তার পৈতৃক সম্পত্তি নয় এবং তিনি মৌখিকভাবেই বিক্রি করেছেন। তিনি জানান, কাগজপত্র দেওয়া হবে না। সরকারি জায়গার কাগজপত্র আমি কোথা থেকে দেবো।
এ ব্যাপারে এলাকাবাসী কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version