বুধহাটা প্রতিনিধি: আশাশুনির বুধহাটায় জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ অক্টোবর) বিকালে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বুধহাটা ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি হাতেম আলি।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নব গঠিত উপজেলা শ্রমিকলীগের সভাপতি ঢালী মো. সামছুল আলম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুল, উপজেলা তাঁতীলীগ সভাপতি এমএম সেলিম রেজা, যুবলীগ নেতা এজদান আলী, শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, আব্দুল আজিজসহ শ্রমিকলীগের নেতৃবৃন্দ।
সভায় ১২ অক্টোবর জাতীয় শ্রমিকলীগের প্রতিষ্ঠা বার্র্ষিকী সফল করতে একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়।