ডেস্ক রিপোর্ট: ‘আমরাও আছি’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি ও সমাবেশের মাধ্যমে বিশ্ব মস্তিষ্ক পক্ষাঘাত প্রতিবন্ধী ব্যক্তি দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার দুপুর দেড়টায় জেলার কালিগঞ্জ উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন ও সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থা এই কর্মসূচির উদ্যোগ গ্রহণ করে।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জেসিয়া জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবন্ধী সমাবেশে আলোচনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থা’র পরিচালক ফরহাদ হোসেন, নলতা হেলথ ফাউন্ডেশনের কর্মকর্তা আকবর খান টিপু প্রমুখ।