অক্টোবর ১৬, ২০১৮
বিশ্ব খাদ্য দিবসের আলোচনা সভায় তরুণরা: বেকার বসে না থেকে কৃষক হলে ক্ষতি কি?
![]() ডেস্ক রিপোর্ট: ‘আমরা কৃষকদের যথাযথ সম্মান করি না। কিন্তু আমাদের উচিত খাদ্য উৎপাদনে যারা কাজ করছে, যারা কৃষক বা খাদ্যযোদ্ধা তাদের সম্মান করা। প্রকৃত সম্মানের পেশা হচ্ছে কৃষি। কিন্তু আমরা বর্তমান জেনারেশন সেটা ভুলে গেছি। কৃষি পেশাতে আগ্রহ হারাচ্ছি। কিন্তু তা করলে হবে না। আমাদের কৃষক হয়ে, কৃষিতে আবদান রাখতে হবে। বাপ-দাদাদের পেশাকে গ্রহণ করতে হবে। পড়ালেখা শিখে বেকার না বসে, চাকরির পেছনে না ছুটে কৃষক হলে ক্ষতি কি?’ 9,097,218 total views, 1,357 views today |
|
|
|