অক্টোবর ৩০, ২০১৮
বাল্যবিবাহের কারণে আমাদের মেয়েদের যখন মা হবার কথা, তখন তারা নানী হয়ে যায়: যশোর বোর্ডের চেয়ারম্যান
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মাদ আব্দুল আলিম বলেছেন, বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বাল্যবিবাহের কারণে আমাদের মেয়েদের যখন মা হবার কথা, তখন তারা নানী হয়ে যায়। বাল্যবিবাহের কুফল সম্পর্কে অভিভাবকদের সচেতন হতে হবে। শিক্ষার আলো ছড়িয়ে আলোকিত সমাজ গড়তে হবে। নারী শিক্ষার কোন বিকল্প নেই। সমাজ ও দেশকে এগিয়ে নেয়ার মহান দায়িত্ব আমাদের সকলের। মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে, গণতন্ত্রের অগ্রযাত্রায় দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার দায়িত্ব শিক্ষকদের। এ জন্য নোট-গাইড চিরতরে পরিহার করতে হবে। প্রাইভেট কোচিংকে প্রাধান্য না দিয়ে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে হাজির করতে হবে। কোন শিক্ষার্থী যেন শিক্ষকের আচরণে স্কুলে আসা বন্ধ না করে। ইভটিজিং সমাজের বিষফোঁড়া। এ বিষফোঁড়ার বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এজন্য চাই সামাজিক আন্দোলন। 8,944,612 total views, 362 views today |
|
|
|