Site icon suprovatsatkhira.com

বহেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপদ সড়ক দিবসে আলোচনা

ডেস্ক রিপোর্ট: দেবহাটার বহেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো’ স্লোগানে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ অক্টোবর) সকাল ৯টায় বহেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় স্কুলের প্রধান শিক্ষক নিত্যানন্দ ঘোষ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল কুদ্দুস। এ সময় আরও উপস্থিত ছিলেন, স্কুলের সহকারি শিক্ষক মনোয়ারা খাতুন, শাহানুন নাহার, আয়শা আক্তার, মনজুয়ারা পারভীন, নাজমা বেগম, তাছমিন বানু, রাধামনি, দিপা রানী, প্রশান্ত কুমার মন্ডল প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version