Site icon suprovatsatkhira.com

বহেরায় মাদক ব্যবসায়ীর হামলায় জেএসসি পরীক্ষার্থীসহ আহত ২

কুলিয়া প্রতিনিধি: কুলিয়ার বহেরায় মাদক ব্যবসায়ীর হামলায় জেএসসি পরীক্ষর্থীসহ দুইজন গুরুতর আহত আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১ অক্টোবর) সন্ধ্যায় দেবহাটার বহেরা উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে।
আহত আনজুয়ারা (২৮) ও আফরোজা (১৫) কুলিয়ার বহেরা উত্তর পাড়ার আয়ুব আলীর মেয়ে।
ঘটনা সূত্রে জানা যায়, বহেরা উত্তর পাড়ার আলী জুব্বারের ছেলে আয়ুব আলীর বাড়ির উঠান দিয়ে তারই আপন ভাই কুখ্যাত মাদক ব্যবসায়ী একাধিক মাদক মামলার আসামি আব্দুল ওহাব ওরফে হাতকাটা ওহাব বিভিন্ন অচেনা লোকজন নিয়ে মাদক সেবন করার জন্য যাওয়া আসা করত। এ ব্যাপারে আয়ুব আলী কয়েক বার ওহাবকে নিষেধ করলেও এর কোন প্রতিকার না হওয়ায় গত পহেলা অক্টোবর সোমবার আয়ুব আলী ওহাবকে মাদক সেবীরা যাতে তার উঠান দিয়ে যাওয়া আসা না করে তার জন্য কড়াভাবে নিষেধ করে। এতে ওহাব ও তার পরিবারের লোকজন আয়ুব আলীর উপর ক্ষিপ্ত হয়ে সোমবার সন্ধ্যায় বহেরা নতুন মসজিদ হতে নামাজ পড়ে ঘরে ফেরার পথে তার উপর হামলা করার পরিকল্পনা করে। বিষয়টি আয়ুব আলীর দুই মেয়ে আনজুয়ারা ও আফরোজা আচ করতে পেরে তার বাবাকে সাবধান করার জন্য মসজিদের দিকে যেতে থাকে। এমন সময় ওহাব আলী ও তার পরিবারের লোকজন আয়ুব আলীর দুই মেয়ের উপর শাবল ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারপিঠ করে। এতে আয়ুব আলীর বড় মেয়ে আনজুয়ারা বাম পা শাবলের আঘাতে ভেঙ্গে যায় এবং ছোট মেয়ের মাথায় গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা তাদের দুই বোনকে উদ্ধার করে সখিপুর হাসপাতালে নিয়ে গেলে তাদের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করেন। আয়ুব আলীর ছোট মেয়ে আফরোজা জেএসসি পরীক্ষার্থী। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন সদর হাসপাতাল কর্তৃপক্ষ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version