Site icon suprovatsatkhira.com

বহেরায় বাল্য বিয়ে থেকে রেহাই পেল স্কুল ছাত্রী

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার বহেরায় বাল্য বিয়ে থেকে রেহাই পেল ৯ম শ্রেণির এক ছাত্রী।
স্থানীয়রা জানায়, বহেরা গ্রামের অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য শুক্রবার দুপুরে তার ছোট মেয়ের সাথে ভোমরার হাড়দ্দাহ গ্রামের শফিকুল বিশ্বাসের ছেলে আব্দুর রহিমের বিয়ের আয়োজন করেন। বাল্য বিয়ের খবর পেয়ে দেবহাটা থানার এসআই মামুনুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বিয়ে বাড়িতে পৌঁছান। কিন্তু সেনা সদস্য মকবুল হোসেন তার ছোট মেয়ে পরিবর্তে বড় মেয়ের জন্ম সনদ ও উচ্চ মাধ্যমিকের প্রবেশ পত্র দেখিয়ে প্রতরণার আশ্রয় নেন। পরে বর যাত্রীর লোকজন আসলে তাদের সামনে দুই মেয়েকে মুখোমুখি করে জানতে চাইলে বাল্য বিয়ের সত্যতা বেরিয়ে আসে। এ ঘটনায় কন্যার পিতা অবসর প্রাপ্ত সেনা সদস্য শেখ মকবুল হোসেনসহ তার পরিবারের সদস্যরা মেয়ের পূর্ণ বয়স না হওয়া পর্যন্ত বিবাহ দিবে না বলে মুচলেকা দিয়ে রেহাই পায়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version