আশাশুনি প্রতিনিধি: আজ রবিবার (১৪ অক্টোবর) হোমযজ্ঞানুষ্ঠানের মাধ্যমে বদরতলায় ‘সনাতন ধর্ম জাগরণী সংঘ’ নামে একটি সমাজ উন্নয়নমূলক ধর্মীয় প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ ঘটবে।
বিকাল ৫টায় শোভনালী ইউনিয়নের বদরতলা সার্বজনীন শ্রীশ্রী দুর্গামন্দির প্রাঙ্গণে হোমযজ্ঞের পুরোহিত্য করবেন আর্য্য সমাজ-খুলনা বিভাগ’র সভাপতি আচার্য্য ভৈরব চন্দ্র শাস্ত্রী ও চালনা কলেজের প্রভাষক আচার্য্য সুব্রত সত্যার্থী।
আশাশুনি ও দেবহাটা উপজেলার ১২টি গ্রামের যুবদের সমন্বয়ে গঠিতব্য ‘সনাতন ধর্ম জাগরণী সংঘে’র উদ্দেশ্য-সনাতন ধর্ম সম্পর্কে নিজে জানা ও মানা এবং অন্যকে জানাতে সাহায্য করা।
এছাড়া সংঘের পক্ষ থেকে শারদীয়া শ্রীশ্রী দুর্গাপুজা উদ্যাপন উপলক্ষ্যে ও বিশ্বশান্তি কামনায় ৪ দিনের বেশকিছু মাঙ্গলীক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে যেমন অলোচনা সভা, প্রদীপ প্রজ্বলন, গীতাপাঠ প্রতিযোগিতা, শঙ্খ ধ্বনি, উলুর ধ্বনি, পুরস্কার বিতরণ অনুষ্ঠান।