ফিংড়ী প্রতিনিধি: জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে সদর উপজেলার ফিংড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ অক্টোবর) বিকাল ৪টায় ফিংড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ড ছাত্রলীগের আয়োজনে ব্যাংদহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মুস্তাকিম হোসেন লাভলুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ব্যাংদহা বাজার কমিটির সাধারণ সম্পাদক শেখ মোনায়েম হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফিংড়ী ইউনিয়ন যুবলীগের আহবায়ক মেজবাউদ্দীন টপি, যুগ্ম-আহবায়ক শেখ আজমীর হোসেন বাবু, সাবেক যুবলীগের সম্পাদক অজয় দাশ, ফিংড়ী ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক খান আল ইমরান, ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ঈসমাঈল হোসেন, ছাত্রলীগের তাপস বাছাড়, জিএম আল মমিন, বাবু, আবেদিন বকুল, মাহবুবুল হক সোহানসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নের্তৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মিয়ারাজ হোসেন শুভ।