অক্টোবর ৪, ২০১৮
প্রতিবন্ধীদের সমাজের মূলস্রোতে আনতে সরকার বদ্ধপরিকর: এমপি রবি
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেছেন, “অসহায় প্রতিবন্ধী ও পঙ্গু মানুষের পাশে দাঁড়ানো প্রতিটি সুস্থ মানুষের দায়িত্ব। আমি যতদিন বেঁচে থাকবো অসহায় প্রতিবন্ধী ও পঙ্গু মানুষের সেবা করে যাব। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা প্রতিবন্ধী ব্যক্তিদের সুবর্ণ নাগরিকের পরিচয়পত্র দিয়েছেন। অসহায় মানুষের কল্যাণে কাজ করে জননেত্রী শেখ হাসিনা আজ মানবতার মা হিসেবে বিশে^র দরবারে পরিচিতি পেয়েছেন। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। অসহায় প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলস্র্রোতধারায় ফিরিয়ে আনতে জননেত্রী শেখ হাসিনা বদ্ধপরিকর।” বৃহস্পতিবার (৪ অক্টোবর) বিকালে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সাতক্ষীরা স্টেডিয়ামে চলমান উন্নয়ন মেলা প্রাঙ্গণে অসহায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে অত্যাধুনিক হুইল চেয়ার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 8,982,280 total views, 8,532 views today |
|
|
|