আশাশুনি প্রতিনিধি: আশাশুনির প্রতাপনগরে দুর্যোগ সহনশীল বনায়ন কর্মসূচির প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকালে ফ্রেন্ডশিপের আয়োজনে প্রতাপনগর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। লুক্সেমবার্গ এর অর্থ সহায়তায় সামাজিক উন্নয়নের অংশ হিসেবে দুর্যোগ মোকাবেলায় চর বনায়ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন। ফ্রেন্ডশিপ’র উপজেলা সিনিয়র ম্যানেজার মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ফ্রেন্ডশিপ’র টেকনিক্যাল ম্যানেজার মাঈদুল ইসলাম, মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, শিক্ষক রিয়াছাত আলী, ইউপি সচিব, ইউপি সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
9,023,977 total views, 525 views today