Site icon suprovatsatkhira.com

প্রতাপনগরে দুর্যোগ বিষয়ক মহড়া

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির প্রতাপনগরে দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী করণীয় বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ অক্টোবর) বিকাল ৪টায় ফ্রেন্ডশিপের দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্প এর আয়োজনে নাকনা চেয়ারম্যান বাজার মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়। সিপিপি উপজেলা টিম ম্যানেজার জলিল মোহাম্মদ এর পরিচালনায় মহড়ায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিপিপি বিভাগীয় উপ-পরিচালক গোলাম কিবরিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফ্রেন্ডশিপ’র সিনিয়র প্রজেক্ট ম্যানেজার মিজানুর রহমান, ইউপি সদস্য আনছার আলী, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি সদস্য মুজিবর রহমান, বিশিষ্ট সমাজ সেবক মঈনুদ্দীন আহমেদ প্রমুখ। গ্রামের লোকজনের সমন্বয়ে মহড়ায় দুর্যোগের আগের করণীয়, দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী করণীয় বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version