অক্টোবর ১২, ২০১৮
পৌরসভার দারোয়ান বলে কথা!
![]() ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পৌরসভার মাস্টাররোল ভুক্ত দারোয়ান কামরুলের দখলবাজিতে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। শহরের ৮নং ওয়ার্ডের কামালনগর এলাকায় রাবির কাছ থেকে জমি কিনে বাড়ি করে একের পর এক প্রতিবেশীদের সাথে বিবাদে জড়াচ্ছেন তিনি। সম্প্রতি তার বাড়ির সামনে পৌরসভার রাস্তার উপর বাথরুমের ট্যাঙ্কি নির্মাণের জন্য বিশাল গর্ত খুড়েছেন। এতে এলাকার মানুষ বাধা দিতে গেলে তিনি সাফ জানিয়ে দেন, আমি পৌরসভার লোক কোন যায়গায় ট্যাঙ্কি করব সেটা আমার ব্যাপার। এরপর এলাকার মানুষ স্থানীয় কাউন্সিলরকে জানালে তিনি তাকে কাজ বন্ধ করার নির্দেশ দেন। কিন্তু কামরুল কাউন্সিলরের কথায় কাজ বন্ধ করেনি। পরে এলাকাবাসী আবার কাউন্সিলরকে জানালে তিনি সার্ভেয়ার মামুনকে বিষয়টি দেখার এবং কাজ বন্ধ রাখার জন্য বলেন। 9,151,488 total views, 12,961 views today |
|
|
|