অক্টোবর ১৬, ২০১৮
পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করায় পিতা ও সৎ ভাইদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
![]() ডেস্ক রিপোর্ট: আমাদের পিতার তিন স্ত্রী। তিন স্ত্রীর দশ সন্তান। প্রথম স্ত্রীর পাঁচ, দ্বিতীয় স্ত্রীর এক এবং তৃতীয় স্ত্রীর দুই পুত্র ও দুই কন্যা রয়েছে। জন্মের পর থেকে পিতা আমাদের কোন ভরণপোষণ করেননি। খেয়ে না খেয়ে আমরা বড় হয়েছি। এমনকি পিতা কোনদিন কোন খবরও নেয়নি আমাদের। দশ ভাই-বোনের মধ্যে সাতজনকে বঞ্চিত করে আমাদের পিতা তিনজনের নামে পিতার নামীয় ছয়ঘরিয়া মৌজার ৩১ দশমিক এক এর চার শতক জমি গোপনে লিখে দিয়েছেন। 9,171,221 total views, 1,216 views today |
|
|
|