ফিংড়ী প্রতিনিধি: সদর উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।
মঙ্গলবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার বল্লী, ঝাউডাঙ্গা ও আগরদাড়ী ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন তিনি। এসময় তার সাথে ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, সাংগঠনিক সম্পাদক গণেষ ম-ল, যুগ্ম-সম্পাদক শেখ আব্দুর রশিদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আসিফ শাহবাজ, জেলা যুবলীগের সদস্য সিদ্দিকুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান টিটু, জেলা পরিষদ সদস্য মনিরুল ইসলাম প্রমুখ।
এসময় নজরুল ইসলাম ভক্তদের সাথে কুশল বিনিময় করেন এবং খোঁজখবর নেন।