সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এক যুক্ত বিবৃতিতে দলীয় কর্মীদের প্রতি জেলার ৭৮টি ইউনিয়ন, ৭টি উপজেলা ও ২টি পৌরসভার প্রতিটি পূজামণ্ডপে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবক হিসাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ আশংকা প্রকাশ করে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সমাগত। মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী যে কোন অসর্তকতাকে কাজে লাগিয়ে অঘটন ঘটাতে পারে। তাই প্রত্যেক নেতা-কর্মীকে সতর্ক থাকতে হবে। (প্রেস বিজ্ঞপ্তি)