ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পিএন হাইস্কুলে ১৯৬৮ সালের বাল্য বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) দুপুরে ১৯৬৮ সালের সাথীদের মিলন মেলায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি এইচএম মো. নূরুল হুদা জায়গীরদারের ফোন পেয়ে সেখানে হাজির হন স্কুল জীবনের বাল্য বন্ধু সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় শুরু হয় বিচারপতি ও এমপিসহ আগত বন্ধুদের মধ্যে স্কুল জীবনের আলোচনা। সেই স্মৃতির মোহে হারিয়ে যান সকলে। আবেগে একে অপরকে জড়িয়ে ধরেন। এসময় সবাই ভুলে যানকে বিচারপতি এবং কে এমপি।
এসময় বাল্য বন্ধুদের মধ্যে অবসরপ্রাপ্ত সচিব ফজলুর রহমান, সাংবাদিক আবু সালেক, সাবেক উপ সচিব আব্দুল হামিদ, সাবেক পোস্ট মাস্টার সাধন দত্ত, বিটিসিএল’র সাবেক উপ-সহকারি প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলুসহ সাতক্ষীরা পিএন হাইস্কুলের ১৯৬৮ সালের সাথী বাল্য বন্ধুরা উপস্থিত ছিলেন।