Site icon suprovatsatkhira.com

পাটকেলঘাটায় ৭৯টি পূজামণ্ডপে বর্ণাঢ্য আয়োজন

পাটকেলঘাটা প্রতিনিধি: আজ মহা ষষ্ঠী। পাটকেলঘাটায় ৭৯টি পূজামণ্ডপে বর্ণাঢ্য আয়োজনে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে।
রোববার (১৪ অক্টোবর) দুর্গাদেবীর বোঁধন, আমন্ত্রণ ও অধিবাসের মাধ্যমে ঢাক-ঢোল, কাঁশি, বাঁশি বাজিয়ে ম-পগুলোতে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। চলছে সাজ সাজ রব। আলোকসজ্জায় সজ্জিত হয়েছে প্রতিটি মণ্ডপ।
জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজীত সাধু জানান, তালা উপজেলায় ১৮৫টি ম-পের মধ্যে পাটকেলঘাটায় ৭৯টি পূজামণ্ডপে জাকজমকপূর্ণভাবে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পূজা উদযাপন কমিটির সভাপতি ঘোষ সনৎ কুমার জানান, হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা পালনের জন্য উপজেলার ১শ ৮৫টি পূজাম-পে ৯১ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম রেজা জানান, শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিতে পালন করার জন্য থানা পুলিশ সার্বক্ষণিক সকল ধরনের নিরাপত্তা দিচ্ছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version