ডেস্ক রিপোর্ট: পাওনা টাকা চাইতে গিয়ে মারপিটের শিকার হয়েছেন পাওনাদার। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানাগেছে, আলীপুর ঢালী পাড়া গ্রামের মোনতাজ আলীর ছেলে আমিনুর রহমান ব্যবসায়িক লেনদেনের সূত্র ধরে টিকেট গ্রামের রামপ্রশাদের নিকট ১ লক্ষ টাকা পান। বার বার রামপ্রশাদের কাছে টাকা চাওয়ার সত্তে¡ও তিনি টাকা না দিয়ে তালবাহানা শুরু করেন। গত ৭ অক্টোবর আমিনুর জানতে পারেন রামপ্রশাদ বকচরার একটি ঘেরে জুয়া খেলছিলো। তিনি টাকা আদায়ের জন্য ওই স্থানে গেলে জুয়া আসর পরিচালনাকারী ইসরাইল মালির ছেলে মজনু মালি আমিনুরকে মারপিট করে এবং টাকা দেওয়া হবে না বলে হুমকি ধামকি প্রদর্শন করে তাড়িয়ে দেয়। এ ঘটনায় ভুক্তভোগী আমিন পাওনা টাকা ফেরত এবং মারপিটের প্রতিকার চেয়ে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ঘটনায় সদর থানার পিএসআই নুর আলম খান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, ঘটনার তদন্ত চলছে। এ বিষয়ে মজনুমালীর ব্যবহৃত মোবাইল নাম্বারটি বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।