Site icon suprovatsatkhira.com

পাইকগাছায় হাটের পুকুর থেকে মাছ ধরার অভিযোগ

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছার লক্ষ্মীখোলাতে হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ হাটের পুকুরের মাছ ধরে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় লস্কর ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতার কথা জানিয়েছেন।
লস্কর ইউপির লক্ষ্মীখোলা সরকারী হাট কমিটির নেতৃবৃন্দ অভিযোগ করে জানান, হাইকোর্টের আদেশ অমান্য করে হাটের পুকুর থেকে বুধবার প্রতিপক্ষ আকতারুজ্জামান টুটুল কাগজীর লোকজন মাছ ধরে বিক্রি করেন। তারা আরও জানান, টুটুল কাগজীরা দীর্ঘদিন ধরে সরকারি হাটের ৭৭ শতক জমি দখল করে রাখলে দু’পক্ষই বিরোধে জড়িয়ে পড়ে এবং এ ঘটনা আদালত পর্যন্ত গড়ালে নি¤œ ও উচ্চ আদালত থেকে টুটুল কাগজী পরাজিত হলে তিনি পুনঃরায় হাইকোর্ট বিভাগে ডিভিশন ৩৫৩২/ ১৭ মামলা করলে ৬-১১-১৭তে আদালত নালিশী জমিতে সকল প্রকার কার্যক্রম বন্ধের আদেশ দেন। স্থানীয়দের অভিযোগ আদালত অবমাননা করে মাছ ধরা হয়েছে। এ ঘটনায় হাট কমিটির সম্পাদক গাজী শফিয়ার রহমান ও কোষাধ্যক্ষ লুৎফর রহমান বাচ্চু মোল্লা ও আছান সানা বুধবার সহকারি কমিশার (ভূমি) মো. আব্দুল আউয়ালের কাছে এই অভিযোগ করেন।
কর্তৃপক্ষের নির্দেশের কথা জানিয়ে লস্কর ইউনিয়ন ভূমি কর্মকর্তা এনামুল হক বলেন, মাছ ধরার কথা কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তহশীলদার তদন্তকালে মাছ ধরাকে ভুল স্বীকার করে মো. সেলিম কাগজী তার দখলীয় ক্রয় সম্পত্তির পুকুরের মধ্যে কিছু অংশ মামলাভুক্ত জমি থাকার কথা জানিয়েছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version