Site icon suprovatsatkhira.com

পাইকগাছায় শিবসা নদী খননের দাবিতে মানববন্ধন

পাইকগাছা প্রতিনিধি: ‘পানি নিষ্কাশনের পথ চাই, টিআরএম ছাড়া উপায় নাই’ ¯েøাগানে পাইকগাছার মৃতপ্রায় শিবসা নদী খননের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি পেশ করা হয়।
সোমবার (৮ অক্টোবর) সকালে পাইকগাছা পৌর সদরে পানি কমিটি আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে হাজারো মানুষ যোগ দেন। উপজেলা পানি কমিটির সভাপতি সাংবাদিক জিএ রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও আ’লীগের সদস্য সচিব মো. রশীদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় পানি কমিটির নেতা ও উপজেলা আ’লীগ সদস্য মুক্তিযোদ্ধা আ. রাজ্জাক মলঙ্গী, মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার অধ্যাপক মতলেব সরদার, ত্রিদীব কান্তি মন্ডল। প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন পানি কমিটির নেতা শেখ আব্দুল হান্নান, সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, শেখ সাদেকুর রহমান, মিজানুর রহমান, রেজাউল করিম, মুক্তিযোদ্ধা তোকারম হোসেন টুকু, কাউন্সিলর তৈয়েবুর রহমান, স্নেহেন্দু বিকাশ, মিজানুর রহমান, পাইকগাছা প্রেসক্লাব সম্পাদক এম মোসলেম উদ্দীন, প্রভাষক মো. আবু সাবহা প্রমুখ।
বক্তারা বলেন, নদীই এ অঞ্চলের মানুষর প্রাণ। উপকূলীয় বাধের মাধ্যমে প্লাবনভূমিকে নদীর সাথে বিচ্ছিন্ন করা হয়েছে এবং একই সাথে প্লাবনভূমিতে পলি অবক্ষেপণের পথ বন্ধ করে দেয়া হয়েছে। এভাবে এ অঞ্চলের নদ-নদীগুলোর অকাল মৃত্যু হচ্ছে। এ অঞ্চলে নদী ব্যবস্থাপনা মানে পলি ব্যবস্থাপনার মাধ্যমে ন্যাব্যতা রক্ষা। শিবসা নদীকে বাঁচাতে আজ দরকার অবাধ জোয়ার ভাটার নদী ব্যবস্থাপনা, জোয়ার ধারা বা টিআরএম।
কর্মসূচি শেষে পানি কমিটির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়নার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি প্রদান করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version