Site icon suprovatsatkhira.com

পাইকগাছায় রাসেল স্মৃতি সংসদের সাইনবোর্ড টানিয়ে সরকারি জায়গা দখলের পাঁয়তারা

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছার চৌমুহনী বাজারে আওয়ামী লীগের বহিষ্কৃতনেতা আবু রাইহান শাহীনের বিরুদ্ধে রাসেল স্মৃতি সংসদের নামে সাইনবোর্ড টানিয়ে সরকারি জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভূমি দপ্তরের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার চাঁদখালী ইউনিয়নের চৌমুহনী বাজারের ঔষধ ব্যবসায়ী আবু রাইহান শাহীন বৃহস্পতিবার গভীর রাতে বাজারের ট্রলার ঘাটে রাসেল স্মৃতি সংসদের সাইন বোর্ড টানিয়েছেন। ঘটনার সত্যতা স্বীকার করে বাজারের ব্যবসায়ী অমেদ গাজী, মেছের আলীসহ অনেকে জানিয়েছেন, ইতোপূর্বে শাহীনের বিরুদ্ধে এ ধরণের অভিযোগ রয়েছে। এ বিষয়ে সত্যতা স্বীকার করে আবু রাইহান শাহীন জানান, এটি ট্রলার ঘাটের জায়গা। কিন্তু এখন পতিত। তাই আমি দলীয় নেতৃবৃন্দের সাথে আলাপ করে সাইন বোর্ড টানিয়েছি।
বাজার কমিটির সভাপতি আতিয়ার রহমান জানান, সকালে লোকমুখে শুনে ঘটনাস্থলে যেয়ে স্থানীয় দোকানদারদের কাছে শুনি বৃহস্পতিবার গভীর রাতের কোন এক সময় শাহীন সাইন বোর্ড টানিয়েছে। চাঁদখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডা. নরেন্দ্রনাথ জানান, এ বিষয়ে আমি কিছু জানি না।
ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা পঞ্চানন মল্লিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে অফিস সহায়ক শেখরকে পাঠানো হয়েছে। অভিযোগের সত্যতা মিললে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version