Site icon suprovatsatkhira.com

পাইকগাছার লস্কর মন্দিরে ফ্রি মেডিকেল ক্যাম্প

পাইকগাছা প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে পাইকগাছার লস্কর সার্বজনীন পূজা মন্দিরে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টায় মন্দির চত্বরে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিনের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, পূজা মন্দির কমিটির সভাপতি সাংবাদিক স্নেহেন্দু বিকাশ। বিশেষ অতিথি ছিলেন, জেলা আ’লীগের সহ-সভাপতি ও উপজেলা আহবায়ক গাজী মোহাম্মাদ আলী, বিএমএ’র দপ্তর সম্পাদক ও জেলা আ’লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. শেখ শহীদ উল্লাহ, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ’লীগের আহবায়ক শেখ কামরুল হাসান টিপু, আ’লীগ নেতা আকতারুজ্জামান সুজা, ইউনিয়ন কমিটির সচিব বিভূতি ভূষণ সানা। এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা দীলিপ কুমার রায়, আবুল কাশেম গাজী, সহকারি অধ্যাপক স্বপন কুমার সরদার, সহকারি প্রধান শিক্ষক ভূধর চন্দ্র মন্ডল, শেখ জুলি, উদয় মন্ডল, দিপংকর মন্ডল, সাংবাদিক অমল কৃষ্ণ মন্ডল প্রমুখ। স্বাস্থ্য ক্যাম্পে শতাধিক নারী-পুরুষকে ডা. প্রশান্ত কুমার মন্ডল ও ডা. ইমতিয়াজ হোসেন চিকিৎসা প্রদান করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version