Site icon suprovatsatkhira.com

নৌকায় ভোট চাইলেন সাবেক ছাত্রলীগ নেতারা

ডেস্ক রিপোর্ট: নৌকায় ভোট দিন। নৌকা উন্নয়ন দেয়। নৌকা সমৃদ্ধি দেয়। নৌকায় ভোট দিলে দেশের মানুষ শান্তিতে থাকে। এমন সব স্লোগান দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরায় নৌকার বাক্সে ভোট চাইলেন সাবেক ছাত্রলীগ নেতারা। তারা বলেন, দেশ এখন উন্নয়নের মহাসড়কে। তার গতিকে থামানো চলবে না। তাকে এগিয়ে নিতে হবে। মানুষ এখন পেট পুরে খেতে পায়, তারা কাজ পায়। তাদের জমিতে ফসল ফলে। দেশে খাদ্য সংকট নেই। বিশ্ববাজারে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল । তাই নৌকায় ভোট দিয়ে দেশ জাতি ও সমাজকে আরও এগিয়ে নিন।
শনিবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয় নৌকার পক্ষে সাবেক ছাত্রলীগ নেতাদের প্রচার। পরে সাবেক ছাত্রলীগ নেতারা জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন এবং জনতার হাতে নৌকার পোস্টার তুলে দেন।
সাবেক ছাত্রনেতা সমন্বয় কমিটির আহবায়ক শেখ সাহিদউদ্দিনের সভাপতিত্বে লিফলেট বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল মান্নান, সাবেক সভাপতি ও ছাত্র নেতা সমন্বয় কমিটির সদস্য সচিব এজাজ আহমেদ স্বপন, সাবেক সভাপতি কাজী আক্তার হোসেন, জিএম ফাত্তাহ, শেখ নাসিরুল হক, সেলিম রেজা সবুজ, শেখ সফিউদ্দিন, মো. নুরে আলম, মীর মাহমুদ আলি, সৈয়দ মহিউদ্দিন হাশেমী তপু, শরিফুল ইসলাম খান, মো. সালাহউদ্দিন, কোহিনুর ইসলাম, অনিত মুখার্জী, বিকাশ সরকার, মনিরুল ইসলাম মনি, মোকলেছুর রহমান প্রমুখ।
লিফলেট বিতরণ কর্মসূচিতে তারা বলেন অসাম্প্রদায়িক, জঙ্গিবাদমুক্ত ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। ‘নৌকা প্রতীক’ আওয়ামী লীগের পরিচয় উল্লেখ করে সাবেক ছাত্রনেতারা আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আবারও তার দলকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আনা দরকার।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version