অক্টোবর ২৭, ২০১৮
নৌকায় ভোট চাইলেন সাবেক ছাত্রলীগ নেতারা
ডেস্ক রিপোর্ট: নৌকায় ভোট দিন। নৌকা উন্নয়ন দেয়। নৌকা সমৃদ্ধি দেয়। নৌকায় ভোট দিলে দেশের মানুষ শান্তিতে থাকে। এমন সব স্লোগান দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরায় নৌকার বাক্সে ভোট চাইলেন সাবেক ছাত্রলীগ নেতারা। তারা বলেন, দেশ এখন উন্নয়নের মহাসড়কে। তার গতিকে থামানো চলবে না। তাকে এগিয়ে নিতে হবে। মানুষ এখন পেট পুরে খেতে পায়, তারা কাজ পায়। তাদের জমিতে ফসল ফলে। দেশে খাদ্য সংকট নেই। বিশ্ববাজারে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল । তাই নৌকায় ভোট দিয়ে দেশ জাতি ও সমাজকে আরও এগিয়ে নিন। 9,012,947 total views, 10,170 views today |
|
|
|