ডেস্ক রিপোর্ট: ‘আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো’ শ্লোগানকে সামনে রেখে নিরাপদ সড়কের দাবিতে জেলাব্যাপী মানববন্ধন, র্যালি, আলোচনাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
সোমবার (২২ অক্টোবর) সকালে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০১৮ উপলক্ষ্যে জেলা প্রশাসনের সহযোগিতায় বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায়, জেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, জেলা স্কাউটসের সম্পাদক আবুল বাসার পল্টু, কাউন্সিলর ফারহা দিবা খান সাথী প্রমুখ। বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারি পরিচালক (অতি:) নাসিরুল আরিফিনের পরিচালনায় অনুষ্ঠানে বিআরটিএ, সড়ক বিভাগের কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা নিরাপদ সড়ক নিশ্চিতকরণের দাবি জানান।
নিরাপদ সড়কের দাবিতে র্যালি ও আলোচনা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/