Site icon suprovatsatkhira.com

নতুন দিগন্তের পথে : সমুদ্র শাহরিয়ার

চলো একদিন পালিয়ে যাই আমরা
তুমি দৌড়াবে, পেছন পেছন আমি।
বুড়নদ্বীপের সীমানা পেরিয়ে, কাশফুলের বাগান পেরিয়ে, একটি খোলা মাঠের প্রান্তে এসে দাঁড়াব দুজন।
অতঃপর, কাঁটাতারের বেড়া।
এদিকে সূর্য অস্তাচলে ওপারে উদয় দীপ্তমান।
ভালবাসা আর জমাট আবেগ নিয়ে, আমরা নতুন দিগন্তের পথে পাড়ি দেব।
আচ্ছা তুমি বলবে না তো, বাস্তব ছেড়ে পালাচ্ছ কেন রবীন্দ্রনাথ?
এপারে তোমার কদম, বকুল, কৃষচূড়া ডালে ডালে।
কপোতাক্ষে এখন জল থৈ থৈ।
তবে পালাচ্ছ কেন প্রেমিক?
তুমি বললেই আর ছাড়ব না হাত।
হলির উৎসবে নিয়ে যাব।
রংধনুর সাত রঙ মাখাবো তোমার নাকে, মুখে, ঠোঁটে, বুকে।
চলো আশ্বিনের এই পূর্ণিমা সন্ধ্যায়,
জোসনায় গা ভাসাই, নতুন করে গল্প সাজাই।
তুমি-আমি আমাদের স্বপ্ন বুনি, সন্তর্পণে।
……………………………

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version