অক্টোবর ৬, ২০১৮
নকল প্রসাধনীতে সয়লাব কপিলমুনি বাজার
![]() জি.এম মোস্তাক আহমেদ, কপিলমুনি: কপিলমুনিতে নকল লেবেল, বিষাক্ত ক্যামিক্যালের সংমিশ্রণে তৈরি এবং মেয়াদ উত্তীর্ণ নানা প্রসাধনীতে বাজার সয়লাব হয়ে গেছে। বাজারের নামী দামী দোকানগুলোতেও এগুলো অবাধে বিক্রি হচ্ছে। এতে প্রতারিত হচ্ছে গ্রামাঞ্চলের সহজ সরল ক্রেতা সাধারণ। বাড়ছে স্কিন ক্যান্সারসহ জটিল রোগের শংকা। আর এসব ভেজালের ভীড়ে আসল পণ্য খুঁজে নেয়া হয়ে পড়েছে দুঃসাধ্য। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের নেই কোন তৎপরতা। 9,098,263 total views, 2,402 views today |
|
|
|