অক্টোবর ১৩, ২০১৮
নওয়াবেঁকীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
আশিকুর রহমান, নওয়াবেঁকী (শ্যামনগর): ‘কমাতে হলে সম্পদের ক্ষতি বাড়াতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি’ প্রতিপাদ্যে শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত হয়েছে। শনিবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় এ উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা, ঘূর্ণিঝড় বিষয়ক মহড়া, ভিডিও প্রদর্শন ও ছাত্র-ছাত্রীদের চিত্রাংকন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ করা হয়। র্যালিটি হাইস্কুলের সামনে থেকে বের হয়ে নওয়াবেঁকী বাজার প্রদক্ষিণ শেষে পরিষদ চত্বরে এসে শেষ করে। পরবর্তীতে ইউনিয়ন পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শুভেচ্ছা বক্তব্য, ১০নং আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু সালেহ বাবু। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুল গফুর, সদস্যা হালিমা বিবি, সুশীলন প্রতিনিধি শহীদুল ইসলাম, নবলোকের লাবনী আক্তার, নবযাত্রা প্রকল্পের রোজিনা পারভীন। দিবসটি উদযাপনে সহযোগিতা করে নবযাত্রা, নবোলক ও রূপান্তর। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুশীলন প্রতিনিধি ঠাকুর পদ ঢালী। 8,573,483 total views, 1,253 views today |
|
|
|