Site icon suprovatsatkhira.com

নওয়াপাড়ায় মুদি দোকানে চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার নওয়াপাড়ার হাদীপুরে মুদি দোকানের শার্টার কেটে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাদী হয়ে মুদি দোকানী রফিকুল ইসলাম দেবহাটা থানায় কয়েকজনকে আসামি করে অভিযোগ দায়ের করেছেন।
বৃহস্পতিবার (২৫ অক্টোবর) রাতে হাদীপুর ক্লাবমোড়ে এ চুরির ঘটনা ঘটে।
দোকানদার রফিকুল ইসলাম জানান, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে তিনি বাড়িতে যান। পরদিন শুক্রবার সকালে দোকান খুলতে গিয়ে দোকানের শার্টার ভাঙা দেখতে পান। ভিতরে প্রবেশ করে দেখেন দোকানে থাকা নগদ ৩৫ হাজার টাকা, ১৩ হাজার টাকা মূল্যের একটি এলজি টেলিভিশনসহ প্রায় ৫০ হাজার টাকার বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে।
তিনি জানান, ঘটনার রাতে স্থানীয় লুৎফর রহমানের ছেলে আলমগীর হোসেনসহ কয়েকজন যুবক দোকানের আশেপাশে সন্দেহজনকভাবে ঘুরতে দেখা যায়। তাই আলমগীরসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে দেবহাটা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
দেবহাটা থানার ওসি সৈয়দ মান্নান আলী জানান, হাদীপুরে মুদি দোকানে চুরির একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version