ধুলিহর প্রতিনিধি: সদর উপজেলার ৮নং ধুলিহর ইউনিয়নে স্মার্ট (জাতীয় পরিচয়পত্র) কার্ড বিতরণ শুরু হয়েছে। মঙ্গলবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৮নং ধুলিহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমানর (বাবু) উপস্থিতে এই কার্ড বিতরণ করা হয়। উৎসবমুখর পরিবেশে লাইনে দাড়িয়ে জনগণ স্বতঃস্ফূর্তভাবে স্মার্ট কার্ড গ্রহণ করেন।
সূত্র জানায়, বুধ ও বৃহস্পতিবার যথাক্রমে ২, ৩, ৪ ও ৫, ৬ নং ওয়ার্ডের স্মার্ট কার্ড বিতরণ করা হবে। এছাড়া আগামী ২০ ও ২১ অক্টোবর ভালুকা চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ে ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের কার্ড বিতরণ করা হবে।