ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদরের ধুলিহর ইউনিয়নের স্মাটকার্ড বিতরণ কার্যক্রম পরিদর্শন ও নির্বাচনী গণসংযোগ করেছেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু।
শনিবার (২০ অক্টোবর) দুপুরে ধুলিহর ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ করেন তিনি।
এ সময় তার সাথে ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবুসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এ সময় আসাদুজ্জামান বাবু বলেন, জননেত্রী শেখ হাসিনা শুধু ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখাননি, তা বাস্তবায়ন করেছেন। এখন প্রত্যন্ত অঞ্চলের মানুষও ঘরে বসে দেশ বিদেশের মানুষের খবর জানতে পারে। ঘরে বসেই বিভিন্ন সেবা গ্রহণ করতে পারে। দেশ এখন উন্নয়নের জোয়ারে ভাসছে। রাস্তা-ঘাটের উন্নয়ন হয়েছে। স্বাস্থ্য, চিকিৎসা ও শিক্ষা বিভাগ আধুনিকায়ন হয়েছে। দেশের এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে আবারো জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতা আনার জন্য নৌকার পক্ষে সকলকে কাজ করার আহ্বান জানান তিনি।