যে নারী তোরে আনলো ভবে
অহর্নিশি জাগি
বিবেক হারা পশুরে তুই
তারে বানাস মাগি।
লোলুপ চোখে দেখিস চেয়ে
তার-ই দেহ খানি
পাষাণে তোর বুকটা বেঁধে
করিস কেন হানি।
যার কৃপায় এলিরে তুই
এই বিশ্ব মাঝে
তারেই কেন পিসে মারিস
প্রাত-সন্ধ্যা-সাঁঝে।
পশুর মত করিস কেন
তার-ই প্রাণ নাশ
ঘর্মে ভেঁজা শরীরে তুই
কি-সুখ খুঁজে পাশ।
মন কি তোর কাঁদে না হায়
কষ্ট দেখে তার
বাহুর বলে কেমন করে
মানাস তারে হার।
তাজা রক্তে মুখ ভিজিয়ে
ভরিস লোভি মন
ভাবিস নারে জীবনে তোর
শেষ সন্ধিক্ষণ।
কর্ম গুণে হবে রে তোর—-
বিশাল দেহ ক্ষয়
অপশক্তি ধ্বংস হবে
নারীর হবে জয়।।
……………………………………..
https://www.facebook.com/dailysuprovatsatkhira/