অক্টোবর ১২, ২০১৮
দেয়াড়ায় কপোতাক্ষ নদ নেট-পাটায় আবদ্ধ
![]() দেয়াড়া (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ার দেয়াড়ায় বাঁধ দিয়ে পানি প্রবাহে বাঁধা সৃষ্টি করায় আবদ্ধ হয়ে পড়েছে কপোতাক্ষ নদ। নদীতে বাঁশের খুঁটি আর নেটা-পাটা দিয়ে রাখার কারণে পানি প্রবাহে যথেষ্ট গতিও পাচ্ছে না। এর ফলে নদীর ওই অংশ পলি জমে নাব্যতা হারিয়ে ফেলছে। 9,171,418 total views, 1,413 views today |
|
|
|